Amartya Sen's Land Controversy: 'ভ্রষ্ট সরকারের সঙ্গে থাকবেন না', বুদ্ধিজীবীদের আবেদন দিলীপের, একযোগে বিজেপিকে তোপ পার্থ-বিমানের

Continues below advertisement
প্রতীচী জমি বিতর্কে অমর্ত্য সেনকে হেনস্থা প্রসঙ্গে পথে বিশিষ্টরা। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল যখন হারার মতো পরিস্থিতি হয়, মানুষের থেকে সরে যায় তখন বুদ্ধিজীবীদের আশ্রয় নেয়। আমি বুদ্ধিজীবীদের বলব আপনারা সমাজের সঙ্গে থাকুন। একটা ভ্রষ্ট, যার থেকে মানুষ সরে গিয়েছে, সেই সরকারের পাশে থাকবেন না।' পাল্টা পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'যাঁদের সঙ্গে বই, বাংলার সংস্কৃতির কোনও সম্পর্ক নেই, তাঁরা এ কথা বলেন। অর্ধশিক্ষিতের দল বলেই এভাবেই অপমান করছেন।' বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, 'রাজ্যের উচিত বিশ্বভারতীকে বলা বিষয়টির নিষ্পত্তি করতে। কারণ অমর্ত্য সেন কোনও সাধারণ মানুষ নয়।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram