Amit Shah: 'বাম-তৃণমূল কেউ বিকল্প নয়, মোদিজির নেতৃত্বে আমরাই সোনার বাংলা গড়ব', বলছেন অমিত

Continues below advertisement
দু'দিনের বঙ্গ সফরের শেষ দিনে বোলপুরে সাংবাদিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, 'বাংলায় এখন কম্যুনিস্ট-তৃণমূল কেউ বিকল্পও নয়। বাংলাকে আগে নিয়ে যেতে গেলে, প্রধানমন্ত্রীর যে লুক ইস্ট প্রকল্প। সেই প্রকল্পে গা ভাসাক বাংলার জনতা। এই আবেদন করতে আমি এখানে এসেছি। আমাদের সঙ্কল্প মোদিজির নেতৃত্বে আবার সোনার বাংলা গড়ব।' তিনি আরও বলেন, 'জেপি নাড্ডার কনভয়ে হামলা তৃণমূলের। বিজেপি এই হামলার তীব্র নিন্দা করছে। ব্যক্তিগত ভাবে আমি এই হামলার নিন্দা করছি। গনতন্ত্রে সবাই যাতে বলতে পারে, তা নিশ্চিত করা শাসকের দায়িত্ব। রাজ্য সরকার এই হামলার দায় অস্বীকার করতে পারে না। এটা নাড্ডার কনভয়ে হামলা নয়, গণতন্ত্রে ওপর হামলা।' তাঁর অভিযোগ, 'যত বেশি হিংসার বাতাবরণ তৈরি হবে, বাংলার মধ্যে বিজেপির উত্থান তত বেশি হবে। হিংসার জবাব আমরা গণতান্ত্রিক উপায়ে দেবো।' তিনি দাবি করেন, দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে।আমফানের টাকা তৃণমূলের পকেটে গিয়েছে। করোনার সময় গরিবদের জন্য খাদ্যশস্য পাঠিয়েছিলেন মোদিজি, সেটাও শাসক দল খেয়েছে। দুর্নীতি রুখতেই ওরা সুপ্রিম কোর্টে গিয়েছে। নয়তো বলতো ক্যাগ দিয়ে অডিট করাব। পরিবারতন্ত্র হলে এমনটাই হয়। এদিন সরব হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram