Amit Shah's Rally in Birbhum: 'র‍্যালিতে জমায়েত মানুষের দিদির প্রতি রাগের বহিঃপ্রকাশ', মন্তব্য অমিত শাহের

Continues below advertisement
এদিন বোলপুরের মেগা র‍্যালির মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই রোড শো দেখাল বাঙ্গাল্র জনগণের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি যে ভালোবাসা-বিশ্বাস তার প্রতিফলন। বাংলার জনগণের মমতা দিদির প্রতি যে রাগ, তার বহিঃপ্রকাশ। বাংলার জনতা পরিবর্তন চায়। বাংলার মানুষ মন তৈরি করে ফেলেছে, আর বলছেন দিদি এখনই নির্বাচনী ময়দানে নামুন।' এদিন বোলপুর ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মেগা র‍্যালি করেন অমিত শাহ। এক কিমি রাস্তার দু'ধারে জমায়েত ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram