‘পুজোর পর বাংলায় বাড়বে করোনা’, বিশেষজ্ঞদের সতর্কবার্তা কি সত্যি হচ্ছে?
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে দেশের মধ্যে দু’নম্বরে উঠে এসেছিল বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারসকালের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪৬৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এর মধ্যে প্রায় ৫০ শতাংশই পাঁচটি রাজ্যে। যার মধ্যে বাংলা ছিল দ্বিতীয় নম্বরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন কেরলে। সংখ্যাটা ৪ হাজার ২৮৭ জন। পশ্চিমবঙ্গে সেই সংখ্যা ৪ হাজার ১২১। মহারাষ্ট্র আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৫ জন। কর্ণাটকে ৩ হাজার ১৩০। ও দিল্লিতে ২ হাজার ৮৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ক্ষেত্রে এই পরিসংখ্যান আরও ভয়ের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।