Patashpur viral video update: 'এলাকার মাতাল গন্ডগোল করছিল, লাঠি দিয়ে ভয় দেখাচ্ছিলাম', সাফাই তৃণমূল নেতার
নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল বাড়ি সংস্কারের প্রতিবাদ করায় এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ Trinamool Congress নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মকরামপুর গ্রামে। এই বিষয় অভিযুক্ত তৃণমূল নেতা পীযূষ পাণ্ডে বলেন, 'এক মাতাল প্রায় ১৫ দিন আগে মকরামপুর গ্রামের কিছু এলাকায় মাতলামি করছিল। তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছিলাম। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিষয়টির ভিডিও শ্যুট করে আমার বদনাম করার জন্য ফেসবুকে ছেড়েছেন। তাঁরা হয়তো এই ধরনের পরিবেশ যারা তৈরি করে তাদের ভালোবাসে। কিন্তু আমরা ভদ্রলোক তাই এই ধরনের পরিবেশকে ভালোবাসি না। তাই তাড়া করেছিলাম। যে বা যাঁরা এই ভিডিও শ্যুট করে ফেসবুকে ছেড়েছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি তৈরি আছি।' এই নিয়ে এক BJP নেতার প্রতিক্রিয়া, 'বিভিন্ন জায়গায় শাসকদল কাটমানি খায়। তারাও ওখানে কাজের মাধ্যমে কাটমানি খাচ্ছিলেন।'