Kakali Ghosh Dastidar Press Meet: 'প্রতিটি ভাষা, উপভাষাকে স্বীকৃতিই বলে দেন মুখ্যমন্ত্রী সুপ্রশাসক', মত কাকলি ঘোষ দস্তিদারের

Continues below advertisement
আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন কাকলি ঘোষ দস্তিদার(Kakali Ghosh Dastidar)। সেখানে তিনি বলেন, "মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিটি ভাষা, উপভাষাকে স্বীকৃতি দিয়েছেন। এর থেকে বোঝা যায়, তিনি সুপ্রশাসক ও তাঁর প্রশাসনে বাংলার উন্নতির জন্য অপরিহার্য।" তিনি বলেন, "পরিকল্পনা কর্মে রূপান্তর করতে পারলে তবেই উন্নতি হবে। পশ্চিমবঙ্গ সরকার একমাত্র সরকার যেখানে করোনার ফলে একটুও আর্থিক অবনতি হয়নি।" তাঁর দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায়ের 'জল ধরো জল ভরো' প্রকল্পের মাধ্যমে চাষীদের উন্নতি হয়েছে, কর্মসংস্থানও হয়েছে।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram