নজরে ৯ চটজলদি: BJP-র আদি বনাম নব্য়ের লড়াইয়ে রণক্ষেত্র বর্ধমান, বিক্ষোভ আসানসোলেও

Continues below advertisement
বিজেপির আদি বনাম নব্যের লড়াইয়ে রণক্ষেত্র বর্ধমান। পার্টি অফিসে তাণ্ডব, সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন।
বর্ধমানে বিজেপির অফিসে হামলায় ৭ দলীয় কর্মী গ্রেফতার। অস্বস্তির মুখে হামলাকারীদের পরিচয় নিয়ে দলেই ভিন্নমত। এভাবেই শেষ হবে গোটা দল, খোঁচা অনুব্রতর।
পুরনোদের গুরুত্ব না দেওয়ার অভিযোগে আসানসোলেও ধুন্ধুমার। মেনন, বাবুলের সামনেই বিক্ষোভ। পরে বাবুলের আশ্বাসে নিয়ন্ত্রণে।
শুভেন্দুর সভা ঘিরে উত্তপ্ত কেশপুর। আনন্দপুরে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিসে হামলা, লুঠপাটের অভিযোগ। এখনও মেলেনি গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া।
কমিশনে গিয়ে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। ভিত্তিহীন অভিযোগ পার্থর, সততার কথা মনে করিয়ে কড়া বিবৃতি বিএসএফের। মনোবল ভাঙার চেষ্টা, মনে করছেন প্রাক্তনীরা। ভয়েই প্রলাপ তৃণমূলের, কটাক্ষ বিজেপির। আগের পদ্ধতিতেই লোকসভা ভোট। তাহলে কী করে এত আসন বিজেপির? পাল্টা তৃণমূল।
আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের রিপোর্টে সন্তুষ্ট নয় ফুল বেঞ্চ। নির্দেশ পালন না হলে কী করতে হবে জানা আছে, জানিয়ে দিল কমিশন। ভোট হোক শান্তিপূর্ণ, দাবি জানাল বিরোধীরা।
কেশপুরের সভায় মমতাকে আক্রমণে শুভেন্দু। বুদ্ধদেবকে সৎ বলে প্রশংসা। পাল্টা সভার চ্যালেঞ্জ তৃণমূলের। বামপন্থীদের উৎখাতে কারা মাওবাদীদের এনেছিল, পাল্টা সিপিএম।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram