Sovan's Rally LIVE: অরফ্যানগঞ্জ রোড থেকে হেস্টিংসমুখী মিছিল, রাস্তার দু'পাশে রঙের মেলা

Continues below advertisement
মিছিল শুরু হওয়ার পর অরফ্যানগঞ্জ রোড থেকে হেস্টিংস যাবে এই রোড শো। এই মিছিল জুড়ে গোটা জায়গা রঙিন। বেলুন, পতাকায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। এই মিছিল নিয়ে শুরু থেকেই জটিলতা। পুলিশের লিখিত অনুমতি ছাড়াই BJP-র মিছিল। বিজেপির মিছিলে এখনও নেই শোভন-বৈশাখী। হেস্টিংস থেকে বিজেপির বাইক ‍মিছিল আসছে আলিপুর। বৈশাখী (Baisakhi Banerjee) জানিয়ে দিয়েছেন, তিনি মিছিলে থাকবেন না। শোভনের (Sovan Chatterjee) বাড়িতে তাঁর সঙ্গে কথা বলছে বিজেপি রাজ্য নেতৃত্ব। দিল্লির নেতৃত্বও ফোন করে বোঝানোর চেষ্টা করছে তাঁকে। ‘বিকল্প রুট দিয়ে হতে পারে শোভনের রোড শো’, বিজেপি নেতৃত্বকে মৌখিকভাবে জানাল পুলিশ। কোন রুট দিয়ে যাবে শোভনের রোড শো? এখনও আলোচনা করছে বিজেপি নেতৃত্ব।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram