শুভেন্দুর গড়ে সভা, বিজেপি বিভাজনের রাজনীতি করে না, মোদির প্রকল্পে উপকৃত সংখ্যালঘুরা, দাবি দিলীপের
Continues below advertisement
মা-মাটি-মানুষের ঝাণ্ডা ধরলে সবাই ছাড়, পুলিশ ওদিকে তাকিয়েও দেখে না। এটা গণতন্ত্র? হলদিয়ার সভা থেকে তৃণমূলকে একাধিক বিষয়ে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অমিত শাহ এসেছেন আর দিদিমণির গলা শুকিয়ে গেছে। বাংলায় পরিবর্তনের ডাক দিলীপ ঘোষের। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের মুসলমানরা সবচেয়ে বেশি গরীব। দিলীপ ঘোষ বলেন, “আলুর দাম এত বেশি কেন? মাঝখানের টাকা খাচ্ছেন দিদির ভাইরা, ভাগ যাচ্ছে কালীঘাটে।“ তাঁর কথায়, বিজেপি বিভাজনের রাজনীতি করে না। মোদিজি সবার জন্য ভাবেন, সবার জন্য কাজ করেন।
Continues below advertisement
Tags :
Potato Price ABP Ananda LIVE Cyclone Assembly Election Abp Ananda BJP TMC Dilip Ghosh Mamata Banerjee