Jay Shree Ram controversy: 'অনভিপ্রেত ঘটনা' মন্তব্য সোহিনী সেনগুপ্তর, 'বিষয়টা খুব অশালীন', সরব কৌশিক

Continues below advertisement
সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান অনভিপ্রেত। এদিন মন্তব্য করেছেন নাট্যব্যাক্তিত্ব সোহিনী সেনগুপ্ত। এটা আমার ভালো লাগেনি। এদিন জানান তিনি। ওপর এক নাট্যব্যাক্তিত্ব কৌশিক সেন বলেছেন, 'বিষয়টা খুব অশালীন। এই অনুষ্ঠানে কারা ছিল? যারা এই ধরনের ঘটনা ঘটাল? বোঝাই গিয়েছে এটা পূর্বপরিকল্পিত। যারা জয়ধ্বনি দিয়েছে, তাঁদের রামের প্রতি সম্মান নেই।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram