West Bengal Governor's Delhi Visit: কয়লা পাচারকাণ্ড নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপালের
এবার কয়লা পাচারকাণ্ড নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বললেন রাজ্যপাল। প্রভাবশালীদের যোগ নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের দাবি। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল। তাঁর সফরের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
জামাই ষষ্ঠীর দিনেই বান্ধবী বৈশাখীকে সম্পত্তি হস্তান্তরের ঘোষণা করলেন শোভন চট্টোপাধ্যায়। ফেসবুকে প্রোফাইলে শোভনের নাম জুড়লেন বৈশাখী। এদিকে গোলপার্কের ফ্ল্যাট থেকে সরে যাওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায়কে ফের আইনি নোটিস দিলেন তাঁর শ্যালক।
দলের বিরুদ্ধে সরব বর্ধমান পূর্বের সাংসদ। তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়ল জামালপুরে। তৃণমূল কর্মীদের নামে দেওয়া পোস্টারে বর্ধমান পূর্বের সাংসদকে দলে না ফেরানোর দাবি। প্রতিক্রিয়া মেলেনি সুনীল মণ্ডলের।
পুলিশ খুন করে পুলিশ পরিচয়েই সল্টলেকের গেস্ট হাউসে লুকিয়েছিল জয়পাল ও যশপ্রীত। ভরত কুমারকে জেরা করে মিলল সন্ধান। গেস্ট হাউসের একটি রুম সিল করল পুলিশ। বাজেয়াপ্ত গেস্ট হাউসের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ।
অবৈধভাবে ভারতে প্রবেশের পর, মালদায় গ্রেফতার হওয়া চিনের নাগরিককে হেফাজতে নিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই চিনা নাগরিক, তা জানতে সম্প্রতি ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
কার্যত লকডাউনের মধ্যে ২৫ শতাংশ কর্মী নিয়ে খুলে গেল বেসরকারি অফিস। তবে বাস-ট্রেন না চলায়, অফিস পৌঁছতে কালঘাম ছুটে গেল কর্মীদের। গাড়ির ভাড়া দিতে হল কয়েক গুণ।
কার্যত লকডাউনের মধ্যেই বাড়ানো হয়েছে খুচরো দোকান খুলে রাখার সময়সীমা। বুধবার থেকেই কার্যকর নতুন বিধি। আর ছাড়ের প্রথম দিনেই কোচবিহার ও উত্তর ২৪ পরগনা, দুই জেলায় দেখা গেল বেনিয়মের ছবি। পরিস্থিতি সামাল দিতে পথে নামলেন প্রশাসনিক কর্তারা।
বালুরঘাটে বিজেপির উদ্যোগে স্যানিটাইজেশন ঘিরে বাধল বিতর্ক। ড্রোন উড়িয়ে স্যানিটাইজেশন লোকদেখানো বলে খোঁচা দিয়েছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, দ্রুত এলাকা জীবাণুমুক্ত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আনন্দ আর বিষাদ। হাওড়ার দুই জুটমিলের সামনে ধরা পড়ল দুই ছবি। করোনাকালে বন্ধ হওয়ার ২৮ দিনের মাথায় বালির বিধায়কের তৎপরতায় খুলে গেল মহাদেব জুটমিল। আর সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলার দুমাস পরেও বন্ধ ঘুসুড়ির হনুমান জুটমিল। বন্ধ মিলের মালিককে ফোন করে অবিলম্বে কারখানা চালুর দাবি জানিয়েছেন হাওড়া উত্তরের বিধায়ক।
চরম বিপাকে বাঁকুড়া ২ নম্বর ব্লকের শতাধিক গ্রামের বাসিন্দা। দ্বারকেশ্বরের জলে ডুবে গেল বাঁকুড়া শহর সংলগ্ন মিনাপুর থেকে বাসি যাওয়ার রাস্তা। পাশাপাশি, রাতভর বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড।