Coal Scam Investigation : ১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে গ্রেফতার করা হবে না, বিনয় প্রসঙ্গে CBI
বিনয় মিশ্রের (Vinay Mishra) দেশে ফেরার জন্য শর্ত রাখল সিবিআই (CBI)। ১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করুক বিনয়। সেক্ষেত্রে বিনয়ের বিরুদ্ধে কোনও রেড কর্নার নোটিস থাকবে না। গ্রেফতারও করা হবে না। আদালতে জানাল সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদ পর্ব করা হোক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এমনটাই দাবি জানিয়েছেন বিনয় মিশ্র। যাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, যাঁর অন্য দেশের নাগরিকত্ব রয়েছে, তাঁকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশ্ন করার প্রয়োজন নেই। হাইকোর্টে জানাল সিবিআই।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital) সন্তান প্রসব করলেন এক কোভিড (Covid) আক্রান্ত মহিলা। আজ তাঁর জরুরী ভিত্তিতে সিজার করা হয়। ওই প্রসূতি এখন হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে ভেন্টিলেশনে রয়েছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর কলকাতা মেডিক্যালে নিয়ে আসা হয়। তখন থেকেই ভেন্টিলেশনে ছিলেন ওই প্রসূতি। তাঁর চিকিৎসার জন্য ৪ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে তৈরি করা হয় এই টিম। গর্ভস্থ সন্তানকে বাঁচানোর জন্য জরুরী ভিত্তিতে ওই মহিলার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের জন্য করোনা ওয়ার্ডেই তৈরি করা হয় অস্থায়ী ওটি। ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই তাঁর সন্তানের জন্ম হয়। তবে সদ্যজাতের অবস্থা সংকটজনক। তাকে রাখা হয়েছে এসএনসিইউতে।