আজ জোড়া কর্মসূচি অভিষেকের, মদনের গানের ভিডিও রিলিজ ও এক ঝলকে অন্য খবর
এবার বেসুরো বিজেপিতে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। কেউ কেউ উস্কানি দিচ্ছেন, বিশ্বজিৎকে নিয়ে দাবি শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)। বিজেপির আরও অনেকেই বেসুরো হবেন, খোঁচা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের। শুক্রবার উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) কাঁকিনাড়ায় একটি দলীয় সভায় তাঁর গানের ভিডিও রিলিজ করলেন মদন মিত্র (Madan Mitra)। মধ্যমগ্রামের রোহান্ডায় তৃণমূল (TMC) নেতার বাড়িতে হামলা ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) অনুগামীদের বিরুদ্ধে। রাতেই ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের। তৃণমূলকে হুমকি বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik)। কোচবিহার (Cooch Behar) থেকে শুরু হওয়া বিজেপির (BJP) পরিবর্তন যাত্রার রথ শুক্রবার বিকেলে পৌঁছল শীতলকুচিতে। তার আগে মাথাভাঙায় রথকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। "এটা বিজেপির পরিবর্তন নয়, অন্তিম যাত্রা", কটাক্ষ তৃণমূলের। দক্ষিণ ২৪ পরগনায় আজ জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।