Morning Headlines: আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, সঙ্গে অন্য খবর
বিরোধী নেতা হতে আসিনি। দল চাইলে মুখ্যমন্ত্রীর মুখ হতে আপত্তি নেই। ক্ষমতায় এসে ৬ মাসের মধ্যে বাংলাকে ঘুরিয়ে দাঁড় করাব, একান্ত সাক্ষাৎকারে অকপট মিঠুন (Mithun Chakraborty)।
মুখ্যসচিব, পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে অপসারিত বিবেক সহায় (Vivek Sahay)। মুখ্যমন্ত্রীর আক্রমণের কড়া জবাব উপনির্বাচন কমিশনারের। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ খারিজ। এক্তিয়ার নিয়ে পাল্টা প্রশ্ন তৃণমূলের (TMC)। মেট্রো ডেয়ারি মামলায় স্বরাষ্ট্রসচিব, কৃষি বিপণন সচিবকে ইডির (ED) তলব। হস্তান্তর সংক্রান্ত তথ্য জানতে নোটিস। অমিত শাহের (Amit Shah) চক্রান্ত, আক্রমণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কোনও এজেন্সির চাপে তৃণমূলের সাংসদ পদ ছাড়িনি, ভয় দেখায়নি কেউ। তৃণমূলের দাবি উড়িয়ে জানালেন মিঠুন।
শোভন-বৈশাখীর বিজেপি (BJP) ত্যাগের পর এবার কি পদ্ম-পথে দেবশ্রী? কয়লা পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের (Vinay Mishra) ভাই গ্রেফতার। এখনও ফেরার বিনয়। ফোনে টাওয়ারের সুত্র ধরে দিল্লি থেকে গ্রেফতার বিকাশ (Vikash Mishra)। প্রার্থী নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে হেস্টিংসে ধুন্ধুমার। রাতভর বৈঠকের পর অমিত শাহের তলবে দিল্লি গেলেন দিলীপ-মুকুলরা। আজ বিকেলে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্দলকে সমর্থন ঘোষণা অভিষেকের (Abhishek Banerjee)।