Morning Headlines: মুকুলের তৃণমূলের প্রত্যাবর্তনের হাত ধরেই বিজেপিতে বড় ভাঙন, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

বিধানসভা ভোটের পরই বিজেপিতে (BJP) বড় ভাঙন। তৃণমূলে (TMC) ফিরলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরেই গেরুয়া থেকে নীল সাদা হল মুকুলের ট্যুইটার হ্যান্ডেল। পেলেন রাজ্যের নিরাপত্তা। কাঁচড়াপাড়ার বাড়ির সামনে মোতায়েন পুলিশ। যোগ্যতা সত্ত্বেও ভোটের সময় বসিয়ে রেখে অবজ্ঞা-অপমানের করুণ পরিণতি। লবিবাজি বন্ধ হোক, মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনে বিস্ফোরক অনুপম হাজরা (Anupam Hazra)। শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে, প্রতিক্রিয়া জয়প্রকাশের। দলে থেকেও বিশেষ লাভ হয়নি, ক্ষতি কী হবে? মুকুলের বিজেপি ত্যাগে কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে দল, বার্তা স্বপনের। কথার রাজা শুভেন্দু চ্যালেঞ্জ করেছিলেন, এখন কী বলবেন? কটাক্ষ সোহমের। মুকুলের বিজেপি ত্যাগের পরই অমিত শাহ, নাড্ডাকে নিয়ে বৈঠকে মোদি (Narendra Modi)। বিধানসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা। চাঙ্গা করা হবে সংগঠন। মন্ত্রিসভাতেও রদবদলের সম্ভাবনা। মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনই বনগাঁয় দিলীপের বৈঠকে গরহাজির তিন বিধায়ক। এলেন না সাংসদ শান্তনু ঠাকুরও (Shantanu Thakur)। কেন এড়ালেন বৈঠক? প্রতিক্রিয়া মেলেনি অনুপস্থিত সাংসদ-বিধায়কদের। এনকাউন্টার-কাণ্ডে নিউটাউনের আবাসনে ফরেন্সিক দল। কীভাবে, কোন দিক থেকে গুলি - নেওয়া হল তথ্য। আরজিকরের মর্গে গ্যাংস্টারদের দেহ থেকে সংগ্রহ করা হল নমুনা। এসটিএফের প্রশংসায় ডিজিপি। বিতর্কের মধ্যেই বেবি বাম্পে দেখা গেল নুসরতকে (Nusrat Jahan)। সঙ্গে শ্রাবন্তী, তনুশ্রী। নভেম্বরে সবকিছু নিয়ে বাড়ি ছাড়ে নুসরত, নিজেকে প্রতারিত মনে হচ্ছে, দাবি নিখিলের। গুরুতর অসুস্থ বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার। তিন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram