Narada Case Hearing: নারদ মামলায় হাইকোর্টে আবেদনপত্র দাখিল মুখ্যমন্ত্রী - আইনমন্ত্রীর

Continues below advertisement

নারদ (Narada case) মামলায় হলফনামা জমা নেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হাইকোর্টে আবেদনপত্র দাখিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।  আবেদন করলেন আইনমন্ত্রী মলয় ঘটকও(Moloy Ghatak)। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আজই আবেদনপত্র দাখিল। 

এদিকে জম্মুর (Jammu) কালুচকে এবার ড্রোন (Drone in Jammu) আতঙ্ক। পুলিশ সূত্রে খবর, কালুচকের সেনাঘাঁটির কাছে গতকাল রাতে একটি ড্রোন দেখা যায়। ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনাতেও ব্যবহার করা হয়েছে ড্রোন। যদিও পুলিশ সূত্রে খবর, বায়ুসেনা ঘাঁটিতে ব্যবহার করা ড্রোনের কোনও যন্ত্রাংশ ঘটনাস্থলে মেলেনি। অন্যদিকে জম্মুতে জোড়া বিস্ফোরণে রহস্য আরও ঘনীভূত। খোঁজ মিলছে না বিস্ফোরণ ঘটানো ড্রোনের। কারা আশপাশের এলাকা থেকে ড্রোন ওড়াতে জঙ্গিদের সাহায্য করেছিল? তদন্তে এনআইএ-র পর এবার এনএসজি (NSG)। কারা আশপাশের এলাকা থেকে ড্রোন ওড়াতে জঙ্গিদের সাহায্য করেছিল? তদন্তে এনআইএ-র পর এবার এনএসজি। 

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে ৫ মিনিটের ব্যবধানে জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণ ঘটে। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় জোড়া বিস্ফোরণে জখম হন ২ জন। শনিবার রাত ১.২৭ ও ১.৩২ মিনিটে পরপর দু’টি বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত হয় এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ি। দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে খোলা জায়গায়। টার্গেট ছিল বায়ুসেনার বিমান, এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিং। দুটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়, সূত্রকে উদ্ধৃত করে খবর এএনআই (ANI)-এর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram