Patient Admit Harrasment: চার চারটি হাসপাতালে ঘুরেও 'হয়রানি', রোগী প্রত্যাখানের অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে
Continues below advertisement
৪০ ঘণ্টারও বেশি সময় ধরে চার চারটি হাসপাতালে ঘুরেও রোগী ভর্তি করতে না পারার অভিযোগ। ফের রোগী-প্রত্যাখানের অভিযোগ শহরের একাধিক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। বেহালা (Behala) চৌরাস্তার বাসিন্দা এক পরিবারের দাবি, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বছর ৬৫-র রোগীকে নিয়ে প্রথমে যান বেহালার একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে রেফার করা হলে তাঁরা এসএসকেএম (SSKM) সহ চারটি সরকারি হাসপাতালে যান। কিন্তু অভিযোগ, কেউই ভর্তি নিতে চায়নি। গভীর রাত পর্যন্ত এসএসকেএমের ( SSKM )সামনে স্ট্রেচারে পড়ে ছিলেন রোগী। এবিপি আনন্দে খবর সম্প্রচারের জেরে অবশেষে ভর্তি।এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Sskm Patient Behala ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News 17 July News Patient Admit Harassment