WB Teacher Recruitment: পুজোর আগেই টেটের ফলপ্রকাশ, দ্রুতই শিক্ষক নিয়োগের ঘোষণা, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Continues below advertisement

শিক্ষক নিয়োগ নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন পর্ষদের। পর্ষদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা করেছেন। সেই অনুযায়ী হাজার হাজার কর্মপ্রার্থীকে নিয়োগ করার আভ্যন্তরীণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নিয়োগ সংক্রান্ত ঘোষণা খুবই দ্রুত করা হবে। আগামী মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট বিস্তৃতভাবে প্রকাশ করা হবে। এই বছর জানুয়ারি মাসে রাজ্যের তৃতীয় দফার টেট পরীক্ষা হয়েছিল। তাতে আড়াই লক্ষ প্রশিক্ষিত প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। সেই পরীক্ষার ফলাফল মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গা পুজোর আগেই ঘোষণা করা হবে। পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলাফল প্রকাশ করার আগে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram