Uttarakhand Update:প্ল্যান-A সফল হলে আজই সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের বের করে আনা সম্ভব

Continues below advertisement

রাতে উত্তরকাশীতে ব্যাহত উদ্ধারকাজ। তবে ভোর থেকে ফের শুরু হয়েছে পাথর কেটে টানেল বসিয়ে পাইপ ঢোকানোর কাজ। টানেল তৈরির জন্য যে ইস্পাত এবং লোহা ব্যবহার করা হয়েছিল, গতকাল সেগুলোই পাথর কাটার পথে বাধা হয়ে দাঁড়ায়। রাতে বিদেশি অগার মেশিনে পাথর কাটার কাজ বন্ধও হয়ে যায়। আজ ভোরে NDRF ইস্পাত এবং লোহা কাটার পর, ফের শুরু হয় টানেল বসিয়ে পাইপ ঢোকানোর কাজ। সিল্কিয়ারার দিক থেকে ৬০ মিটারের মধ্যে বাকি ১২ মিটার রাস্তায় বসাতে হবে দুটি পাইপ। এর জন্য আরও কিছুটা সময় লাগবে। উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram