Malala Yousafzai Marriage: পাক ক্রিকেট-কর্তাকে বিয়ে করলেন নোবেলজয়ী মালালা | Bangla News

Continues below advertisement

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। চার হাত এক হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অন্যতম কর্তা অসর মালিক ও মালালার। মঙ্গলবার নিজেই ট্যুইট করে জানান সেকথা। ট্যুইটারে বিয়ের ছবি শেয়ার করে নোবেলজয়ী লিখেছেন, বার্মিংহামে দুই পরিবারের উপস্থিতিতে একটি ছোট  ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। বর্তমানে বার্মিংহামে পরিবারের সঙ্গে বসবাস করছেন মালালা। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার পান লড়াকু মালালা। পাকিস্তানে (Pakistan) নারী শিক্ষার প্রসার নিয়ে সোচ্চার মালালাকে ২০১২ সালে মাথায় গুলি করে তালিবানরা। তবে তাঁর লড়াই থামেনি। এরপর পাকিস্তানে না ফিরে গেলেও, তাঁর লড়াই নজর কাড়ে গোটা বিশ্বের কাছে। মাত্র ১৬ বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেন মালালা। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন মালালা ইউসুফজাই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram