সচিন তেন্ডুলকার (২০)। হ্যাঁ, ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআইতে সবথেকে বেশিবার শূন্যতে আউট হয়েছেন মাস্টার ব্লাস্টার।

ওডিআই কেরিয়ারে ১৯ টি 'ডাক' রয়েছে জাভাগাল শ্রীনাথের।

বোলার হিসেবে নজরকাড়া পারফরম্যান্স হলেও ব্যাটার অনিল কুম্বলে ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন ওডিআইতে।

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর যুবরাজ সিংহ ওডিআইতে ১৮ বার শূন্যে সাজঘরে ফিরেছেন।

হরভজন সিংহকে ১৭ বার ডাকে ফিরতে হয়েছে সাজঘরে।

সৌরভ গঙ্গোপাধ্যায় ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে।

ভারতের ওডিআই দলনায়ক রোহিত শর্মাও ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কেরিয়ারে ১৬ নম্বর বার ও বিশ্বকাপে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি।

জাহির খান ১৪ বার ডাক হয়েছে ওডিআই ক্রিকেটে।

সুরেশ রায়নাও ১৪ বার ওডিআই ক্রিকেটে শূন্য রানে আউট হয়েছেন।

ভারতের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র সহবাগও ওডিআইতে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন।