দিয়েগো আর্মান্দো মারাদোনা, ফুটবলের রাজপুত্র



২৫ নভেম্বর তৃতীয় মৃত্যুবার্ষিকী



কার্যত একক দক্ষতায় ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করেন



১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েনস আইরেসের অদূরে জন্ম



ছোট থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই



ফুটবলেই যেন মুক্তির স্বাদ পেয়েছিলেন



আর্জেন্তিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল



১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যান্ড অফ গড, সঙ্গে শতাব্দীর সেরা গোলও



মারাদোনা বিশ্বাস করতে শিখিয়েছিলেন, ইচ্ছেশক্তিই জয়ের মূলমন্ত্র



মারাদোনা এক স্ফুলিঙ্গের নাম (ছবি - মারাদোনার ইনস্টাগ্রাম থেকে নেওয়া)


Thanks for Reading. UP NEXT

ভাগ্য সহায় হল না রিঙ্কুর, ছক্কা হাঁকিয়েও পেলেন না কৃতিত্ব

View next story