ফের বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। মহার্ঘভাতার সঙ্গে পেনশনভোগীরাও পেতে পারেন লাভ।

সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ফের বাড়বে বলে আশা করা হচ্ছে। ৩১ মে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য হতে পারে একটি বিশেষ দিন।

এদিন কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা কতটা বাড়বে, তা পরিষ্কার হয়ে যাবে।

তবে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আশা করা হচ্ছে।

৩১ মে AICPI সূচক নম্বর প্রকাশিত হবে অর্থাৎ এদিনই DA স্কোর জানা যাবে। এই খবর থেকেই জানা যাবে, কত মহার্ঘ ভাতা বাড়তে চলেছে জুলাইয়ে।

বর্তমানে মহার্ঘ ভাতা ৪২ শতাংশ, যা জানুয়ারি ২০২৩ থেকে চলছে। যদি ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পায় তাহলে মহার্ঘ ভাতা হবে ৪৬ শতাংশ।

বর্তমানে ডিএ স্কোর 44.46 শতাংশ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত স্কোর এখনও আসেনি।

AICPI সূচকের তথ্যের দিকে তাকালে ডিসেম্বরে সূচকটি ছিল 132.3 পয়েন্টে। সেই সময় মহার্ঘ ভাতার স্কোর ছিল 42.37 শতাংশ।

2023 সালের মার্চ মাসে, AICPI সূচক ছিল 133.3, যার কারণে মহার্ঘ ভাতা স্কোর ছিল 44.46 শতাংশ। এ ক্ষেত্রে মোট বৃদ্ধি হতে পারে ৪ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ বাড়ানোর পর রাজস্থান, অসম, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার সহ অনেক রাজ্যই মহার্ঘ ভাতা বাড়িয়েছে।