ফের বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। মহার্ঘভাতার সঙ্গে পেনশনভোগীরাও পেতে পারেন লাভ।
সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ফের বাড়বে বলে আশা করা হচ্ছে। ৩১ মে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য হতে পারে একটি বিশেষ দিন।
এদিন কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা কতটা বাড়বে, তা পরিষ্কার হয়ে যাবে।
তবে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আশা করা হচ্ছে।
৩১ মে AICPI সূচক নম্বর প্রকাশিত হবে অর্থাৎ এদিনই DA স্কোর জানা যাবে। এই খবর থেকেই জানা যাবে, কত মহার্ঘ ভাতা বাড়তে চলেছে জুলাইয়ে।