দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধার।
এখন দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন-JEE, NEET ইত্যাদিতে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড।
সরকারি ভর্তুকিতে গণবণ্টন পরিষেবার মাধ্যমে খাদ্যশ্যস্য পেতে হলে রেশন কার্ডের সঙ্গে ব্যক্তির কাছে অবশ্যই থাকতে হবে আধার কার্ড।