দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধার।

এখন দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন-JEE, NEET ইত্যাদিতে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড।

LPG সিলিন্ডার পেতে গ্রাহকের কাছে আধার নম্বর থাকতেই হবে।আধার নম্বর না থাকলে বুক করতে পারবেন না রান্নার গ্যাসের সিলিন্ডার।

কোনও ধরনের পেনশন স্কিমে টাকা রাখতে গেলে গ্রাহকের কাছে আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক।

সরকারি ভর্তুকিতে গণবণ্টন পরিষেবার মাধ্যমে খাদ্যশ্যস্য পেতে হলে রেশন কার্ডের সঙ্গে ব্যক্তির কাছে অবশ্যই থাকতে হবে আধার কার্ড।

প্রভিডেন্ট ফান্ডের পুরোপুরি সুবিধা পেতে ইপিএফও-র সদস্যকে আধার কার্ডের সঙ্গে পিএফ জুড়তে বলা হয়েছে। এখানেও বাধ্যতামূলক আধার।

আপনি যদি এনআরআই হয়েও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার কাছে অবশ্যই আধার কার্ড থাকতে হবে

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে আপনার প্যান কার্ড ইনভ্যালিড হয়ে যাবে।

আপনি ভারতীয় হয়ে বিদেশ ভ্রমণ করতে চাইলে অবশ্যই আধার কার্ড থাকাটা জরুরি। কারণ আধার কার্ড না থাকলে পাসপোর্ট পাবেন না আপনি।