ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন তাঁর বলের গতি দেখে মুগ্ধ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় দলের জার্সিতে অভিষেক হল শিবম মাভির ডানহাতি পেসার ২২ রানে নিলেন ৪ উইকেট অভিষেকেই সুপারহিট ডানহাতি পেসার আইপিএলে খেলতেন কলকাতা নাইট রাইডার্সে তবে শাহরুখ খানের দল তাঁকে এবার রাখেনি ৬ কোটি টাকায় মাভিকে কিনেছে গুজরাত টাইটান্স শিবমের দাদা অনুজ মাভি বলছেন, কেকেআর নিয়ে আবেগপ্রবণ ছিলেন তরুণ পেসার কেকেআর না রাখায় তাই মন খারাপ হয়ে গিয়েছিল শিবমের