মুক্তি পেল কিয়ারা আডবাণী আর কার্তিক আরিয়ান অভিনীত 'সত্যপ্রেম কি কথা'-র নতুন গান 'শুন সজনী' মূলত গরবা থিমের ওপর তৈরি একটি গান, যার তালে পা মেলাতে দেখা গিয়েছে নায়ক নায়িকাকে। মুম্বইতে এই গান লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কার্তিক ও কিয়ারা একটি লাল পালাজোর সঙ্গে ক্রপটপ পরেছিলেন কিয়ারা, সঙ্গে ছিল লাল ফুলেল কাজ করা ফুলহাতা পা ছোঁয়া জ্যাকেট কার্তিক পরেছিলেন গোলাপি কুর্তা। দুজনেই আজ জমিয়ে দিয়েছিলেন গান মুক্তির আসর এই ছবির হাত ধরে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী দ্বিতীয়বার একসঙ্গে জুটি বেঁধেছেন ২০২২ সালে তাঁদের একসঙ্গে ছবি 'ভুল ভুলাইয়া ২' বিপুল সাফল্য লাভ করে ২৯ জুন মুক্তি পাওয়ার কথা 'সত্যপ্রেম কি কথা' ছবিটির সত্য প্রেম কি কথা' ছবির হাত ধরে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট ও নমহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় আসছে ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সমীর বিদ্বানস