তারকা সমাবেশ

ডান্স বাংলা ডান্সের মঞ্চে যেন পূনর্মিলন উৎসব। তারকা বিচারকদের সঙ্গে মঞ্চে হাজির হয়েছে রুপোলি পর্দার হিট জুটি। সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

নাচের তালে শ্রাবন্তী

প্রায় প্রতি সপ্তাহেই তারকা বিচারকের আসনে এই মঞ্চে উপস্থিত থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রতিযোগীদের সঙ্গে মঞ্চ মাতান তিনিও।

কড়া টক্কর সোহমেরও

রাজনীতি, অভিনয় আবার প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে নাচ, সবদিকেই নজর কাড়েন সোহম

জমজমাট এপিসোড

প্রতিযোগীদের পারফরম্যান্স, বিচারক ও সঞ্চালকের খুনসুটিতে জমজমাট নাচের মঞ্চ

ফ্রেম-বন্দি

সনাতনী সাজে একসঙ্গে ধরা দিলেন সোহম ও সৌমিলি

যেন পূনর্মিলন

পুরনো বন্ধুদের সঙ্গে নাচে গানে আড্ডায় মাতলেন সোহম শ্রাবন্তী

আকর্ষণের কেন্দ্রবিন্দু শুভশ্রীই

বিচারক আসনে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই। এই বছর মহালয়ার দুর্গার ভূমিকায় দেখা যাবে তাঁকে।

নেতা ও অভিনেতা

নিজের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় বের করে মঞ্চে হাজির ছিলেন সোহম চক্রবর্তী। কাজের জন্য বিধানসভা কেন্দ্র আর বাড়ি যাতায়াত করতে হয় তাঁকে হামেশাই

প্রসেনজিতের সঙ্গে ছবি

মঞ্চের অপর তারকা বিচারক জিৎ ও সপ্রতিভ। সূত্রের খবর এই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ছবিতে অভিনয় করবেন তিনি।