সামনেই নতুন ছবি মুক্তি, আর সেই ছবির প্রচারের জন্য শাড়িকেই স্টাইল স্টেটমেন্ট বানিয়ে নিয়েছেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সাদা সুতির শাড়ির সঙ্গে হালকা সাজে হামেশাই একাধিক ছবি শেয়ার করে নেন বিবৃতি। 'ভটভটি' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় ও ঋষভ। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান, 'জলপরীর গান' কিছুদিন আগেই ছবির পরিচালক তথাগতর সঙ্গে বিবৃতির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এ নিয়ে কখনোই মুখ খোলেননি তথাগত বিবৃতি। ছবি মোশন পোস্টার নিয়ে পরিচালক বলেছিলেন, 'আধুনিক রূপকথা হলেও রূপকথা মানেই তো তাতে রূপক থাকবে। আর সেটাই আমাদের মোশন পোস্টারে ধরার চেষ্টা করা হয়েছে' প্রচারের ফাঁকেই নদীর ধারে বসে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন বিবৃতি। খোলা চুলে আলগা সেজেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নজর কেড়েছে বিবৃৃতির এই শাড়ি সাজ। হালকা গয়নার সঙ্গে বিবৃতির এই সাজ চাইলে ট্রাই করতে পারেন আপনিও। সাদা আর গাঢ় নীলের শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজ পরেছিলেন বিবৃতি, তাঁর কপালে ছিল টিপ। গলার ভারি হার সম্পূর্ণ করেছিল বিবৃতির সাজ, হাতে কোনও গয়না পরেননি তিনি। ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে বিবৃতি-ঋষভের ভটভটি