গতবছর এই দিনেই আইনি বিয়ে সেরেছিলেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী। আজ তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ দিনে লাল গাউনে অপরূপা হয়ে ফটোশ্যুট সারলেন প্রমিতা, পাশে সাদা পোশাকে তাঁর স্বপ্নের পুরুষ রুদ্রজিৎ। প্রায় ৪ বছর পেরিয়েও রুদ্রজিৎ প্রমিতার রসায়ন একইরকম। এখনও প্রেমে হাবুডুবু তাঁরা। 'সাত ভাই চম্পা' ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে আলাপ হয় রুদ্রজিৎ-প্রমিতার। তারপরেই প্রেম। বিয়ের পর এখন 'পিলু' ধারাবাহিকে একে অপরের বিপরীতে ফের অভিনয় করছেন রুদ্রজিৎ প্রমিতা। ভালোবাসার দিনেও 'পিলু' ধারাবাহিকের শ্যুটিং সারবেন রুদ্রজিৎ-প্রমিতা প্রথম বিবাহবার্ষিকীতে রাতে পরিবারের সবাইকে নিয়ে রাতের খাওয়াদাওয়া সারার পরিকল্পনা আছে রুদ্রজিৎ প্রমিতার। প্রেমদিবসে প্রমিতার স্বপ্ন, কিছুদন নয়, রুদ্রজিৎ তাঁর পাশে থাকুক সারাজীবন। 'পিলু'-র সেটে আজ কেক কেটেই বিশেষ দিন পালন করবেন রুদ্রজিৎ-প্রমিতা। অনস্ক্রিন রোম্যান্সের সুযোগই যেন তাঁদের বিবাহবার্ষিকীর উপহার।