সারা বছর যতই বিভিন্ন রকম পোশাক পরুন না কেন, পুজোর সময় সাবেকি সাজই পছন্দ ঋতাভরী চক্রবর্তীর। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী, সেখানে সাবেকি সাজেও সেজেছেন অভিনেত্রী। কালো ডিজিট্যাল প্রিন্টের আনারকলি সালোয়ার কামিজে পুজোয় সেজেছেন ঋতাভরী, সঙ্গে ভারি গয়না ও খোলা চুল। পুজোর সময় সাবেকি সাজ পছন্দ করেন ঋতাভরী, তবে পোশাক অবশ্যই হতে হবে আরামদায়ক। পুজোর সপ্তমীর দিন এই হলুদ পোশাকটি বেছে নিয়েছিলেন ঋতাভরী, খালি গলার সঙ্গে কানে ভারি দুল ছিল। ফুলের থালা হাতে ঋতাভরী, পুজোর কয়েকটা দিন সাবেকি পোশাক পরতেই ভালোবাসেন তিনি। ঋতাভরীর পুজো শুরু হয়েছিল স্কুলের শিশুদের জামা বিতরণ দিয়ে। পুজোর মধ্যেই একটি বিপণী সংস্থার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ত্রিশূরে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। কাজের বাইরে পুজোর সময় পরিবারের সঙ্গে সম কাটাতে ভালোবাসেন ঋতাভরী, আয়োজন করেন খাওয়া দাওয়ারও। হিল নয়, পুজোর সময় ফ্ল্যাট জুতো পরাই পছন্দ করেন ঋতাভরী চক্রবর্তী।