সোশ্যালে সক্রিয় ত্রিধা

সেলফি এবং ত্রিধা

কখনও মিষ্টি সেলফ, কখনও আবার ছবিতে ঝরে পড়ছে আবেদন। গল্প বলে ত্রিধার ছবি

অভিনয়-জীবন সৃজিত মুখোপাধ্যায়ের মত নামী পরিচালকের সঙ্গে কাজ করেছেন ত্রিধা। অভিনয় করেছেন ওয়েবসিরিজেও।

নিখিল-ত্রিধা যোগ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছে নুসরত জাহানের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন ও ত্রিধার সম্পর্ক নিয়ে

ত্রিধায় মুগ্ধ নিখিল সোশ্যাল মিডিয়ায় ত্রিধা কোনও ছবি শেয়ার করলেই তাতে ভালোবাসার চিহ্ন এঁকে দিতে দেখা যায় ব্যবসায়ী নিখিল জৈনকে।

'কলেজের সিনিয়র'

ত্রিধা জানিয়েছেন, নিখিল তাঁর কলেজের সিনিয়র ছিলেন। এর বাইরে তাঁদের আর কোনও সম্পর্ক নেই

'আদুরে' ত্রিধা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে ত্রিধা লিখেছিলেন, প্রিয় মানুষের কাছে আবদার করার সময় তিনি এমন মুখ করেন।

ত্রিধার সমুদ্র স্নান

জল্পনা উড়িয়েছেন অভিনেত্রী নিখিল জৈন সম্পর্কে মুখ খোলেননি ত্রিধা। বরং উড়িয়েছেন জল্পনা। একই অবস্থা নিখিলেরও

ত্রিধার আগামী কাজ

সদ্য সেই যে হলুদ পাখির কাজ শেষ করেছেন ত্রিধা। আগামীতেও ওটিটি ও সিনেমায় কাজ করতে আগ্রহী তিনি