উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বর্তমানে উত্তরপ্রদেশ বিধানসভার ভোটের প্রচারে ব্যস্ত।
অখিলেশের বিয়ে হয়েছিল ১৯৯৯-এর ২৪ নভেম্বর। ডিম্পল সিংহ রাওয়াত ও অখিলেশ একে অপরের প্রেমে পড়েছিলেন। দুই পরিবারের সম্মতিতে চারহাত এক হয়েছিল।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারেরও মন্ত্রী ছিলেন তিনি। পরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
১৯৯৪-এ জ্যোতিরাদিত্যর বিয়ে হয়েছিল গায়কোয়াড় রাজ পরিবারের প্রিয়দর্শিনী রাজের সঙ্গে।
প্রিয়ঙ্কা গাঁধী কংগ্রেসের সাধারণ সম্পাদক। বর্তমানে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে দলের হারানো জমি পুণরুদ্ধারের লড়াইয়ে নেমেছেন প্রিয়ঙ্কা।
রাজীব গাঁধী ও সনিয়া গাঁধীর মেয়ে প্রিয়ঙ্কার বিয়ে হয়েছিল শিল্পপতি রবার্ট বঢরার সঙ্গে।
প্রয়াত কংগ্রেস নেতা সঞ্জয় গাঁধীর ছেলে বরুণ গাঁধীর বিয়ে ২০১১ সালে হয়েছিল যামিণী রায়চৌধুরীর সঙ্গে।
লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ২০২১-এর ৯ ডিসেম্বর র্যা চেল গডিনহোকে বিয়ে করেন।
লালুপ্রসাদের বড় ছেলে তেজ প্রতাপের বিয়ে হয়েছিল ঐশ্বর্য রাইয়ের সঙ্গে। যদিও দুজনের বিয়ে খুব বেশিদিন টেকেনি।
শশী তারুর তিনবার বিয়ে করেছেন। ২০১০-এ তাঁর তৃতীয় বিয়ে হয়েছিল সুনন্দা পুষ্করের সঙ্গে। ২০১৪-তে মারা যান সুনন্দা।