আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ও আলিয়া ভট্ট অভিনীত 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াদি' ছবির নামভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভট্ট। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর লুক ও ঝলক। 'গাঙ্গুবাঈ'-রূপা আলিয়ায় মজে নেটদুনিয়া। মিষ্টি আলিয়ার চেহারায় লালিত্য মাত্র নেই, কেবল রয়েছে তেজ আর জেদ। 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াদি'-র প্রচারে কেবলমাত্র সাদা পোশাকেই দেখা গেল আলিয়াকে। কলকাতায় প্রচারে এসে সাদা রঙের জামদানিতে সেজেছিলেন আলিয়া ভট্ট। কেবল কলকাতা নয়, মুম্বইয়ের প্রচারেও সাদা শাড়িতে সেজেছিলেন আলিয়া। খোঁপায় ফুল, কানে ভারি গয়না, আলিয়ার গঙ্গুবাঈ চালে মজেছিল বঙ্গভূমি। সাদা জামদানিতে কলকাতায় এসে নজর কেড়েছিলেন আলিয়া। তবে এদিন কাঠিন্য নয়, স্বভাবতই মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গালা সেগমেন্টেও সাদা পোশাকে সেজেছিলেন আলিয়া। তবে বার্লিনে শাড়ি নয়, আলিয়া বেছেছিলেন কুঁচি দেওয়া পালাজো আর সাদা ব্লেজার