সদ্যই বলিউড পরিচালক এবং প্রযোজক কর্ণ জোহর ঘোষণা করেন যে তাঁর জনপ্রিয় শো 'কফি উইথ করণ' আর ফিরছে না যদিও এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন ঘোষণা করেন জানান, টিভিতে নয়, আগামী সিজন আসবে ওটিটি প্ল্যাটফর্মে কর্ণ লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজন আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে' শোনা যাচ্ছে, 'কফি উইথ করণ' অনুষ্ঠানের সপ্তম সিজনের প্রথম এপিসোডে হাজির হবেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ শোনা যাচ্ছে 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনে দেখা যেতে পারে সামান্থা প্রভুকে 'পুষ্পা' খ্যাত আল্লু অর্জুনকে দেখা যেতে পারে 'কফি উইথ করণ'-এ বিভিন্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে দক্ষিণী তারকা রাম চরণের নামও উঠে আসছে কর্ণ জোহরের সঙ্গে আলাপচারিতায় তাঁর শো-তে হাজির থাকতে পারেন জুনিয়র এনটিআর 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনে দেখা পাওয়া যেতে পারে 'পুষ্পা' খ্যাত রশ্মিকা মন্দান্নাকে সম্প্রতি যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে জানা যাচ্ছে, 'কফি উইথ করণ সিজন ৭'-এ আসতে পারেন 'বাহুবলী' প্রভাস