১৬ তম আইপিএলের পর আম্বাতি রায়ডু ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন

সিএসকের হয়ে খেতাব জিতে বিদায়টা স্বপ্নের মতোই হয়েছে তাঁর

খবর অনুযায়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন

আইপিএল জয়ের পরেই তিনি জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন

তাঁকে সিএসকের খেলোয়াড়দের সই করা জার্সিও উপহার দেন রায়াডু

সম্ভবত রেড্ডির যুবজন শ্রমিক রায়থু কংগ্রেস পার্টিতেই যোগ দিচ্ছেন রায়াডু

রায়াডু এর আগে প্রকাশ্যেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছিলেন

গুন্টুরে নিজের শহরের লোকজনের সঙ্গে দেখা করা, কথা বলাও শুরু করেছেন তিনি

মুলানকারেশ্বরি মন্দির, ফিরঙ্গিপুরমে সাইবাবার মন্দির দর্শন করেছেন রায়াডু

তবে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না বলেই ঠিক করেছেন রায়াডু