আবারও লাইমলাইটে এলেন তারকা দম্পতি বিরাট-অনুষ্কা। সম্প্রতি একটি বিদেশি ব্র্য়ান্ডের ফ্যাশান শো'তে হাজির হয়েছিলেন এই সেলিব্রিটি ডুয়ো। এই সমস্ত ছবিই এইমুহূর্তে ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। লেমন ইয়েলো গাউনে অনবদ্য দেখাচ্ছিল অনুষ্কা শর্মাকে। ধূসর স্য়ুট এবং সাদা ক্য়ানভাস জুতোয় অনুষ্কাকে যোগ্য় সঙ্গত করেন বিরাট কোহলি। ফ্যাশান শো'র আগে-পরের মুহূর্তের কিছু ছবিও নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন বিরুষ্কা। আর অন্য়ান্য় সময়ের মতই এদিনও সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছিলেন তাঁরা। এদিন দুজনেই বেশ রোম্য়ান্টিক মুডে ধরা দিয়েছিলেন ক্য়ামেরার সামনে। পাপরাজিৎদের আব্দার মিটিয়ে বিভিন্ন পোজে ছবিও তুললেন এই সেলিব্রিটি কাপল।