এশিয়া কাপের মহারণ বৃষ্টিতে ভেস্তে গেল



বৃষ্টিতে পণ্ড ভারত-পাকিস্তান ম্যাচ



প্রথমে ব্য়াট করে ২৬৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত



ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলিরা



হাফসেঞ্চুরি করে ভারতীয় ইনিংসকে টানেন ঈশান কিষাণ ও হার্দিক পাণ্ড্য



পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি



তবে বৃষ্টিতে পাকিস্তান আর ব্যাট করতে নামতেই পারেনি



দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল



শ্রীলঙ্কার মাটিতে এটা ছিল ওয়ান ডে ক্রিকেটে দুই দলের ষষ্ঠ সাক্ষাৎ



৬ ম্যাচের মধ্যে ৪টিই পণ্ড বৃষ্টিতে, একটি করে ম্যাচ জিতেছে ভারত ও পাকিস্তান (ছবি - ICC, BCCI)