এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের পদক জয়ের যাত্রা চলছে



মহিলাদের লং জাম্পে সোমবার রুপো জিতলেন ভারতের অ্যান্সি সোজ়ান



৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন ভারতীয় অ্যাথলিট



এটাই তাঁর ব্যক্তিগত সেরা লাফ



সোমবার নিজের আগের রেকর্ড দুবার ভেঙেছেন অ্যান্সি



তৃতীয় প্রচেষ্টায় ৬.৫৬ মিটার লাফ মারেন তিনি



পঞ্চম প্রচেষ্টায় ৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন অ্যান্সি



এটাই তাঁর কেরিয়ারের সেরা



রুপো জিতে কিংবদন্তি স্প্রিন্টার ইউসেইন বোল্টের অনুকরণ করে সেলিব্রেট করেন অ্যান্সি



বিদ্যুৎ বোল্ট সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ছবি - পিটিআই)