নজরে কারা ? আগামীকাল ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে কোন কোন প্রার্থীর দিকে চোখ থাকবে ?

নজরে কারা ?

উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। সিরাথু কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। ২০১২ সালে প্রথম বিজেপির হয়ে এই আসনে জেতেন তিনি।

নজরে কারা ? গোরক্ষপুর (আর্বান) আসন অন্যতম নজরকাড়া। এখানে দাঁড়িয়েছেন ভিম আর্মির সুপ্রিমো চন্দ্রশেখর আজাদ। এই আসনে প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নজরে কারা ?

গোরক্ষপুর আসনে বিজেপির প্রার্থী যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে গোরক্ষপুরের সাংসদ থেকেছেন যোগী। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসার আগে পর্যন্ত।

নজরে কারা ?

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদব এবার কারহাল কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। চোখ থাকবে তাঁর কেন্দ্রের দিকে।

নজরে কারা ?

সপার টিকিটে লড়েছেন আজম খান। তাঁর রামপুর আসনের দিকেও নজর থাকবে।

নজরে কারা ?

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের পৃষ্ঠপোষক প্রকাশ সিংহ বাদল লড়েছেন লম্বি আসন থেকে। ৯৪ বছরের বর্ষীয়ান এই রাজনীতিক এবার জিতলে ষষ্ঠবার বিধায়ক হবেন।

নজরে কারা ?

ভগবন্ত সিংহ মানকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়েছে আম আদমি পার্টি।

নজরে কারা ? নজর থাকবে নভজ্যোৎ সিংহ সিধুর দিকেও। বিজেপিতে রাজনৈতিক কেরিয়ার শুরু করলেও, এখন কংগ্রেসে প্রাক্তন এই ক্রিকেটার।

নজরে কারা ?

অন্যদিকে রয়েছেন অমরিন্দর সিংহ। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর তিনি পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেন।

নজরে কারা ?

পাঞ্জাবের অন্যতম দলিত নেতা চরণজিৎ সিংহ চান্নি। এর পাশাপাশি তিনি এই রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রীও। অমরিন্দর সিংহের প্রস্থানের পর কংগ্রেস তাঁকে বেছে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন।