উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। সিরাথু কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। ২০১২ সালে প্রথম বিজেপির হয়ে এই আসনে জেতেন তিনি।
গোরক্ষপুর আসনে বিজেপির প্রার্থী যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে গোরক্ষপুরের সাংসদ থেকেছেন যোগী। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসার আগে পর্যন্ত।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদব এবার কারহাল কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। চোখ থাকবে তাঁর কেন্দ্রের দিকে।
সপার টিকিটে লড়েছেন আজম খান। তাঁর রামপুর আসনের দিকেও নজর থাকবে।
পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের পৃষ্ঠপোষক প্রকাশ সিংহ বাদল লড়েছেন লম্বি আসন থেকে। ৯৪ বছরের বর্ষীয়ান এই রাজনীতিক এবার জিতলে ষষ্ঠবার বিধায়ক হবেন।
ভগবন্ত সিংহ মানকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়েছে আম আদমি পার্টি।
অন্যদিকে রয়েছেন অমরিন্দর সিংহ। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর তিনি পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেন।
পাঞ্জাবের অন্যতম দলিত নেতা চরণজিৎ সিংহ চান্নি। এর পাশাপাশি তিনি এই রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রীও। অমরিন্দর সিংহের প্রস্থানের পর কংগ্রেস তাঁকে বেছে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন।