২০২৫ সালের শুরুতে, চারটি গ্রহ শনি, রাহু-কেতু এবং বৃহস্পতির ট্রানজিট হবে।



চারটি গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিটের সুফল ও কুফল ভোগ করবে বিভিন্ন রাশির জাতকরা ।



২০২৫ সালের শুরুতে শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে।



মে মাসে রাহু মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে পৌঁছাবে।



মে মাসে রাহু মীন রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গমন করবে।



বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে



শনির সুনজর পেতে মানসিক স্বাস্থ্য ও আধ্যাত্মিক বিকাশের দিকে মনোযোগ দিতে হবে



মিথুন রাশিতে বৃহস্পতি গ্রহের স্থানান্তরের পর সৌভাগ্য লাভ করতে গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, জ্ঞানলাভে মন দিতে হবে।



রাহু কেতুর ট্রানজিটের সুফল পেতে ব্যক্তিগত লাভের পরিবর্তে অন্যদের সেবা করার দিকে মনোনিবেশ করতে হবে।