চৈত্রমাসে শুক্লা অষ্টমী তিথিতে পূজিত হন দেবী অন্নপূর্ণা।



সংসারে সমৃদ্ধি রক্ষার দেবী। তাঁর কাছে হাত পাতেন স্বয়ং মহাদেবও।



২০২৫ সালের অন্নপূর্ণা পুজোর তারিখ ৫ এপ্রিল। বাংলা তারিখ অনুযায়ী ২২ চৈত্র, ১৪৩১।



বিশ্বাস করা হয় যে কাশীতে দেবাদিদেব দেবী পার্বতীর কাছ থেকে ভিক্ষার পাত্র পেতে দাঁড়িয়েছিলেন।



মা অন্নপূর্ণাই সকলকে অন্ন দান করেন। সারাবছরের অন্ন সংস্থান করেন।



অন্নপূর্ণা দেবী মেষ রাশির জাতকদের হঠাৎ কোনও সুযোগ এনে দেবেন। বৃষ রাশি ভুগবে বৃথা চিন্তায়।



মিথুন রাশির জাতকরা অপদস্ত হতে পারেন। কর্কট রাশির বিশ্বাসহানি হতে পারে।



সিংহ রাশির জাতকদের প্রতি ঈর্ষা জন্মাবে। কন্যা রাশি অপ্রিয় ভাজন হবে কারও।



কর্মস্থলে বিবাদ হতে পারে তুলা রাশির। বৃশ্চিক রাশির দাবি আদায় হবে।



ধনু রাশির জাতকরা গলার ব্যথায় কষ্ট পাবে। মকর রাশির জাতকদের অন্যের উস্কানিতে ক্ষতি হতে পারে।



কুম্ভ রাশির বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য। মীন রাশির আত্মমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে।



সূত্র - বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা