তোমার মনই তোমার দুনিয়া তৈরি করে, বলছেন ওশো।



একজন নেতিবাচক চিন্তাভাবনার মানুষ নিজেই নিজের জন্য নরক তৈরি করে।



চিন্তাগুলি কেবল চিন্তাভাবনা নয়, সেগুলি আপনার ভবিষ্যতের বীজ।



যেমন বীজ বপন করবে, তেমন জীবন যাপন করবে- এটাই জীবনের গভীর বিজ্ঞান।



তুমি যা ভাবো, তাই তুমি হয়ে ওঠো, এটা কোনো কল্পনা নয়, শক্তির নিয়ম।



সচেতন হয়ে চিন্তা করো, অবচেতন পরিবর্তন হতে শুরু করবে।



প্রেম, ধ্যান আর মৌনতায় মগ্ন চিন্তা তোমায় স্বাধীন করে।



তুমি যেমন ভাবো, তেমন লোককেই জীবনে আকর্ষণ করো।



ধ্যান-এর অর্থ হল চিন্তাগুলোকে দেখা, চিহ্নিত করা, এবং তারপর সেগুলোর ঊর্ধ্বে ওঠা।



চিন্তার শুদ্ধিকরণই আত্মার যাত্রার প্রথম পদক্ষেপ।