ফেব্রুয়ারিতে সূর্য ও মঙ্গল সহ ৪ গ্রহের রাশিচক্রের পরিবর্তন হবে। মাসের শুরুতেই বৃহস্পতি সরাসরি বৃষ রাশিতে মার্গি হবে। এর পর বুধ কুম্ভ রাশিতে গোচর করবে

পরের দিন সূর্যও কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবার সূর্য পুত্র শনির রাশিতে এসে বিদ্রোহ সৃষ্টি করতে চলেছে এবং অনেক রাশির জন্য সমস্যা তৈরি করতে পারে

এর পর মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে

অবশেষে, বুধ আবার তার রাশিচক্র পরিবর্তন করবে এবং মীন রাশিতে চলে যাবে। আসুন দেখে নেওয়া যাক এই গ্রহের পরিবর্তন কোন রাশিচক্রে জীবনে নেতিবাচক ফল বয়ে আনবে

সিংহ রাশি- পদোন্নতির জন্য অপেক্ষা করতে হতে পারে। এই ট্রানজিট আপনার দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়াতে পারে। স্ত্রীর অনুভূতি বুঝতে হবে, তা না হলে সমস্যা বেড়ে যেতে পারে

বৃশ্চিক রাশি- হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এই সময়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিকভাবে কিছুটা দুর্বল বোধ করতে পারেন

বৃশ্চিক রাশি- মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখা এবং অযথা খরচ না করাই ভালো। পরিবারকে সময় দিতে হবে। কলহের সম্ভাবনা রয়েছে। মায়ের জন্য একটু চিন্তিত হতে পারেন।

মকর রাশি- গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথা পরিবারে বিবাদ বাড়তে পারে। চিন্তাভাবনা করে বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে

কুম্ভ রাশি- কুম্ভ রাশির মানুষদের এই সময়ে হাড় সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ এড়াতে হবে। অংশীদারিত্বে ভালো আয়

মীন রাশি- এই সময়ে আপনার শত্রুরা সক্রিয়ভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সাবধান। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে