বুলগেরিয়ার বাবা ভাঙ্গা একজন দৃষ্টিহীন নারী। কিন্তু তাঁর দূরদৃষ্টি ছিল প্রবল।

Published by: ABP Ananda
Image Source: X/ Ahmad Faezal

বাবা ভাঙ্গা ভবিষ্যৎ সম্পর্কে অব্যর্থ কথা বলে দিতেন। ২০৪৩ সাল নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন বাবা ভাঙ্গা।

Image Source: PIXABAY

বাবা ভাঙ্গা নাকি ভবিষ্যদ্বাণী করেছেন, কয়েক বছরের মধ্যে সারা বিশ্বে কোন ধর্ম রাজ করবে, তা নিয়েও ।

Image Source: PEXELS

তিনি পূর্বাভাস করেছিলেন, ইসলাম ইউরোপ থেকে শুরু করে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে।

Image Source: X/Juli

বাবা ভাঙ্গার কথা অনুসারে, ২০৪৩ সালের মধ্যে ৪৪টি দেশে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হবে ।

Image Source: X/Juli

এছাড়া তাঁর ধারণা ছিল, ২০৭৬ সালের মধ্যে বিশ্বে আবার কমিউনিস্ট শাসন ফিরতে পারে।

Image Source: PIXABAY

৯/১১-র आतंकवादी হামলা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ২০০৪ সালে ভারত মহাসাগরে আসা সুনামি সহ একাধিক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভেঙ্গা।

Image Source: PIXABAY

তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে, মুসলিমদের এই আধিপত্য কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

Image Source: X/Mystic 1

আমেরিকা এবং ধীরে ধীরে সমগ্র বিশ্বকে প্রভাবিত করতে পারে

Image Source: X/Scanner Brain

ছোটবেলায় এক ঝড়ের কবলে পড়ার পর বাবা ভাঙ্গার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর।

Image Source: PEXELS

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই।