বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় এই দিনে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়

ABP Ananda
এ বারের অক্ষয় তৃতীয়ায় সারাদিন সর্বার্থসিদ্ধি যোগের প্রভাব থাকবে

এ বারের অক্ষয় তৃতীয়ায় সারাদিন সর্বার্থসিদ্ধি যোগের প্রভাব থাকবে এ সময় কেনাকাটা করা অত্যন্ত শুভ

ABP Ananda
শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে লক্ষ্মী খুশি হন

শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে লক্ষ্মী খুশি হন তবে সোনা কেনা সম্ভব না-হলে শাস্ত্র মেনে আরও কিছু জিনিস কিনতে পারেন

ABP Ananda
এই তিথিতে সোনার মতোই মাটি কেনাকেও মাহাত্ম্যপূর্ণ মনে করা হয়

এই তিথিতে সোনার মতোই মাটি কেনাকেও মাহাত্ম্যপূর্ণ মনে করা হয়
সোনা-রুপো কিনতে না-পারলে অক্ষয় তৃতীয়ায় মাটির বাসন, কলসি, প্রদীপ কিনতে পারেন


তুলো কিনলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে পাশাপাশি অর্থ ও অন্ন বৃদ্ধি সম্ভব

অক্ষয় তৃতীয়ায় তামা, পিতলের বাসন কিনলে ধন বৃদ্ধি হয় অক্ষয় তৃতীয়ায় কড়ি কিনলে লক্ষ্মীর কৃপায় অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন

মনে করা হয় হলুদ সরষে কিনলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় উল্লেখ্য যব ও হলুদ সরষে সুখ-শান্ত ও সমৃদ্ধির প্রতীক