আচার্য চাণক্যকে একজন সফল শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ বলা হয়।



আচার্য চাণক্য এমন তিনটি অপ্রীতিকর ঘটনার কথা বলেছেন, যার জন্য পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়।



কেউ যখন দিনরাত পরিশ্রমের ফলে সঞ্চিত টাকা মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলে, তার থেকে খারাপ কিছু হয় না।



জীবনে এমন পরিস্থিতি আসা সবথেকে ক্ষতিকর, যখন কারো সঙ্গী ছেড়ে চলে যায়



জীবনসঙ্গী ছেড়ে যাওয়ার মতো খারাপ পরিস্থিতি জীবনে না আসাই ভাল।



চাণক্যের মতে, জীবনে যদি কখনও এমন পরিস্থিতি দেখা দেয় যখন কাউকে বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়, সেটা খুবই খারাপ পরিস্থিতি



যদি এমন কোনও পরিস্থিতি তৈরি হয় যখন কোনও ব্যক্তিকে অন্য কারো ওপর নির্ভরশীল হতে হয়, তাহলে দুর্ভাগ্যজনক।



চাণক্যের মতে, কষ্টার্জিত অর্থ হারানো সৌভাগ্যকে বিদায় জানানো।



জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতি এগুলো, তাই এরকম ঘটনা ঘটলে সাবধান হওয়া জরুরি।



Thanks for Reading. UP NEXT

কেমন যাবে আজকের দিন ?

View next story