আচার্য চাণক্য মনে করতেন লোভ মানুষের সুখের সব চেয়ে বড় অন্তরায় লোভী মানুষ কখনোই কোনো কিছুতে সন্তুষ্ট হন না লোভ মানুষকে বিপথে চালিত করে, মনে করতেন চাণক্য সেই কারণে তিনি কোনও দিন সুখীও হন না এমনটাই মনে করেন চাণক্য তাই সব সময় লোভের থেকে দূরে থাকতে বলেছেন আচার্য চাণক্য এই রোগ মানুষকে সুখী হতে দেয় না খুব সহজেই খ্যাতি ও ক্ষমতা নষ্ট করে মন্দ কাজ জীবনে নেতিবাচক প্রভাব বাড়িয়ে কখনোই সুখী হতে দেয় না তাই খারাপ কাজ থেকে সব সময় দূরে থাকা উচিত এমনটাই মনে করেন চাণক্য