৭ সেপ্টেম্বর পূর্ণিমা। ওইদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।



চন্দ্র গ্রহণ শনি দেবের রাশি কুম্ভে লাগতে চলেছে।



গ্রহণ রাত ০৯:৫৮ মিনিটে শুরু হবে এবং ১:২৬ পর্যন্ত চলবে।



গ্রহণকালে সাড়েসাতি ও ধাইয়ায় থআকা রাশিদের উপর গুরুতর প্রভাব পড়তেও পারে।



এই মুহূর্তে কুম্ভ, মীন আর মেষ রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি চলছে।



সেই সঙ্গে সিংহ এবং ধনু রাশির জাতকরা শনির ধইয়ায় আছেন



চন্দ্র গ্রহণের সময় সাড়েসাতি ও ধইয়ায় থাকা রাশিগুলির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে



গ্রহণের সময় আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে ।



স্বাস্থ্যর দিক থেকে কান, নাক ও গলায় সমস্যা হতে পারে।