কিছু কিছু ভিটামিনের অভাবে অকাল বার্ধক্য আসে শরীরে। তার সরাসরি প্রভাব পড়ে মুখে।

Published by: ABP Ananda
Image Source: pexels

তবে ত্বকে বার্ধক্য আসার কতগুলো লক্ষণ আসে। এখন কার জীবনযাত্রা সেই বুড়িয়ে যাওয়ার সময়টা এগিয়ে দিচ্ছে।

Image Source: pexels

অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস এর জন্য দায়ী অনেকটাই। তবে তারই মাঝে সতর্ক থাকা দরকার

Image Source: pexels

অনেকে অনেক অ্যান্টি এজিং প্রোডাক্ট ব্যবহার করেন। সেটাই কি যথেষ্ট? রয়েছে বিতর্ক

Image Source: pexels

এই নির্দিষ্ট ভিটামিনের অভাবে আসতে পারে বার্ধক্য।

Image Source: pexels

ভিটামিন ডি-এর অভাবে দ্রুত বার্ধক্য আসতে থাকে

Image Source: pexels

ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই জরুরি। যার অভাবের প্রভাব ত্বক ও চুলে পড়ে

Image Source: pexels

এর অভাবে ত্বক ম্লান হয়ে পড়ে । বার্ধক্যের লক্ষণগুলিও তাড়াতাড়ি দেখা দিতে শুরু করে

Image Source: pexels

ত্বকের সমস্যার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সমস্যাও হতে পারে।

Image Source: pexels

ভিটামিন ডি এর ঘাটতি দূর করার জন্য রোদ লাগানোটাও দরকার।

Image Source: pexels

চর্বিযুক্ত মাছ, ডিম, দুধ এবং শস্যজাতীয় খাবার খেলেও ভিটামিন ডি পাওয়া যায়

Image Source: pexels