হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নের বিশেষ মাহাত্ম্য আছে। বাড়ির প্রধান প্রবেশপথে একটি স্বস্তিক প্রতীক আঁকুন।



জলে নুন দিয়ে ঘর পরিষ্কার করুন।



ধনতেরস পূজার জন্য বাড়ির উত্তর-পূর্ব কোণ বেছে নিন।



দোরে মা-লক্ষ্মী পদচিহ্ন আঁকুন।



দোরে সাজিয়ে রাখুন আম্রপল্লবের মালা।



এদিন গনেশ এবং দেবী লক্ষ্মীর মাটি বা রুপো বা অন্য কোনও ধাতব মূর্তির পুজো করুন



বাড়ি পরিষ্কার রাখুন। সেই সঙ্গে ধুনো দিতে পারেন।



দুয়ারের বাঁ-দিকে জ্বালান একটি প্রদীপ।



মনে করে পুজো সারার পর এই সব সামগ্রী ঘরে তুলুন।